Connect with us

নির্বাচিত

বাংলাদেশের ডেন্টাল শিক্ষার অবস্থা | স্বাস্থ্য টিভি ডেন্টাল আড্ডা | ShasthoTV | পর্ব: ১

Published

on

বাংলাদেশে ডেন্টাল স্কুলসমুহ সাধারণত ডেন্টাল কলেজ হিসেবে অধিক পরিচিত। মেডিকেল চিকিৎসা শিক্ষার ন্যায় ডেন্টাল চিকিৎসা শিক্ষা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ডেন্টাল কলেজসমুহের আওতায় পরিচালিত হয়। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বাংলাদেশ মেডিকেল কাউন্সিল অ্যাক্টের আওতায় প্রতিষ্ঠিত। দেশের ডেন্টাল শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন – ঢাকা ডেন্টাল কলেজের (ডিডিসি) অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল। তিনি মহাসচিব, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। তিনি সম্প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএমডিসি’র সদস্য নির্বাচিত হয়েছেন।

উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. আওরঙ্গজেব আরু। তিনি একাধারে একজন দন্ত চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং শিক্ষক। তিনি ইলাহী ডেন্টাল কেয়ারের প্রধান চিকিসৎক। এছাড়াও তিনি বাংলাদেশ ডেন্টাল হেলথ রিসার্চ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং সিটি ডেন্টাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

https://www.facebook.com/Shastho.TV/videos/2120620361325044/