Connect with us

নির্বাচিত

আইইডিসিআরে ফোন করে করোনার লক্ষণ জানালেন সিঙ্গাপুরফেরত প্রবাসী!

Published

on

কুমিল্লার চান্দিনা উপজেলায় সিঙ্গাপুর থেকে আসা এক প্রবাসীর মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই যুবকসহ উপজেলাবাসী।

প্রবাসী ওই ব্যক্তির নমুনা সংগ্রহে মহামারী রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)এক সদস্য বুধবার বিকাল সাড়ে ৩টায় চান্দিনা এসে নমুনা সংগ্রহের পর সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

জানা গেছে, বুধবার সকালে প্রবাসী যুবক আইইডিসিআরের নির্ধারিত নম্বর ফোন করে তার সমস্যা জানান। আইইডিসিআর থেকে জেলা সিভিল সার্জনের কাছে ফোন আসে। জেলা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর আসার পর তৎপর হয়ে উঠে প্রশাসন।

ওই যুবক বলেন, আমি ২০১০ সালে সিঙ্গাপুর যাই। ২০১৯ সালের মে ছুটিতে এসে বিয়ে করে আবার আগস্ট মাসে সিঙ্গাপুর চলে যাই। ৬ মার্চ আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসার পর বিমানবন্দরে আমাকে চেক করে একটি কার্ড দেয়। গত ৩দিন যাবত আমার জ্বর, সর্দি ও গলা ব্যথা থাকায় আমি বুধবার সকালে ওই কার্ডে থাকা নম্বরে ফোন করে বিষয়টি জানাই।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আহসানুল হক বলেন, ওই যুবকের সঙ্গে আমার কথা হয়েছে। তার যে সমস্যা তাতে ধারণা করা হচ্ছে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে। তাকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছি। ঢাকা থেকে আইইডিসিআরের একজন সদস্য এসে নমুনা সংগ্রহ করেছে। রিপোর্ট হাতে পাওয়ার আগে করোনাভাইরাসের বিষয়টি নিশ্চিত নয়। এটা সন্দেহ মাত্র।

Advertisement

এদিকে সকাল থেকে এ ঘটনা শোনার পর এলাকায় বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রবাসীর বিষয়ে জানতে কামারখোলা গ্রামের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে ওই বাড়িতে কেউ যেতে রাজি হয়নি।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ বলেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। যতক্ষণ না পর্যন্ত করোনাভাইরাস নিশ্চিত না হয়। এছাড়া প্রবাসী যুবককে ঘরে থাকার নির্দেশ দিয়েছি।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন4 weeks ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি1 month ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন1 month ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement