Connect with us

নির্বাচিত

রেক্টাম বা মলাশয়ের ক্যানসারের চিকিৎসা

Published

on

রেক্টাম বা মলাশয় এবং কোলন অথবা বৃহদন্ত্রের ক্যান্সারের উপসর্গ, ক্যান্সারটির উৎপত্তি মলাশয় অথবা বৃহদন্ত্রের কোন অবস্থান থেকে হয়েছে, তার ওপর নির্ভরশীল। মলাশয়ের ক্যান্সার সাধারণত পায়ুপথে রক্তক্ষরণ এবং মলত্যাগের অভ্যাসের পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হয়। রেক্টাম বা মলাশয় নিয়ে একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা চালু করেছে লেজার কলোরেক্টাল সেন্টার। প্রতিষ্ঠানে প্রতি বুধবার সন্ধ্যা ৭টায় ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথভাবে রুগি দেখবেন। বিশেষজ্ঞরা হলেন-
ডা. মো. আহসান হাবিব
সহযোগী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

ডা. আনোয়ার হোসেন
মেডিকেল অনকোলজিস্ট
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী
এবং
ডা. মু. আবদুলাহ-আল নোমান (পাভেল)
রেডিয়েশন অনকোলজিস্ট
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী

যোগাযোগ: লেজার কলোরেক্টাল সেন্টার রূপায়ণ প্রাইম টাওয়ার, ধানমণ্ডি ৭, গ্রিন রোড, ঢাকা। ০১৭২১০৩৬৬৪৪

—————————————————–
01. মলাশয়ের ক্যানসার কি?
02. কোলন ক্যান্সার: লক্ষণ ও চিকিৎসা
03. তরুণদের মধ্যে কি কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ছে?
04. কোলন ক্যান্সার বা মলাশয়ের ক্যান্সার- অপারেশনের পর রোগীর কি কি যত্ন নিতে হবে?
05. কোলন ক্যান্সারের কি কি চিকিৎসা আছে?
06. পায়ুপথে ক্যান্সারের লক্ষণ- কোলন ক্যান্সারের চিকিৎসা খরচ
07. মলাশয়ের ক্যান্সার বা কোলোন ক্যান্সার
08. মলাশয়ের ক্যান্সারের নির্ণয় বা স্ক্রিনিং(Screening)
09. আমাদের দেশে কোলন ক্যান্সার কেন ভয়ের কারণ

Advertisement

—————————————————-

Continue Reading
Advertisement