Connect with us

নির্বাচিত

আন্তর্জাতিক রেডিওলজি দিবস: ক্যানসার চিকিৎসায় রেডিওলজির অনন্য অবদান

Published

on

প্রতি বছর ৮ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক রেডিওলজি দিবস (International Day of Radiology)। এক্স-রে আবিষ্কারের দিনটিকে স্মরণ করে। ১৮৯৫ সালে উইলহেল্ম কনরাড রন্টগেন এক্স-রে আবিষ্কার করেন, যা চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটায়। আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি শাখায়, বিশেষ করে ক্যানসার ব্যবস্থাপনায়, রেডিওলজির ভূমিকা অপরিসীম।

ক্যানসার নির্ণয়ে রেডিওলজির ভূমিকা:

আধুনিক ক্যান্সার চিকিৎসার প্রথম ধাপ হলো সঠিক নির্ণয়। এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, পেট-সিটি— এসব রেডিওলজিক ইমেজিং পদ্ধতির মাধ্যমে রোগের অবস্থান, বিস্তার, ও অঙ্গ-প্রতঙ্গের সম্পৃক্ততা নির্ভুলভাবে নির্ধারণ করা যায়। এসব পরীক্ষাই অনকোলজিস্টদের সিদ্ধান্ত গ্রহণে গাইডলাইন হিসেবে কাজ করে।

রেডিওলজি ও ইন্টারভেনশনাল অনকোলজি:

ইমেজ-গাইডেড বায়োপসি কিংবা টিউমারে সরাসরি ওষুধ পৌঁছে দেওয়ার মতো ইন্টারভেনশনাল রেডিওলজি পদ্ধতি এখন অনেক রোগীর জন্য জীবনরক্ষাকারী সমাধান। এসব minimally invasive প্রযুক্তি সার্জারির বিকল্প বা সহায়ক হিসেবে কাজ করে।

Advertisement

রেডিয়েশন অনকোলজি:
ক্যানসার চিকিৎসার তিনটি মূল স্তম্ভ — সার্জারি, কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন অনকোলজির লক্ষ্য হলো উচ্চ-শক্তির রশ্মি ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করা, কিন্তু আশেপাশের স্বাভাবিক টিস্যু সর্বোচ্চভাবে সংরক্ষণ করা। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে IMRT, VMAT, IGRT, SBRT, SRS, Tomotherapy ইত্যাদি উন্নত প্রযুক্তির মাধ্যমে নির্ভুল, কার্যকর ও নিরাপদ রেডিয়েশন থেরাপি প্রদান সম্ভব হচ্ছে।এক্ষেত্রে সূক্ষ্মভাবে রেডিয়েশন দেওয়ার জন্য রেডিওলজির ভূমিকা অপরিসীম ।

মাল্টিডিসিপ্লিনারি টিম ও রেডিওলজির সমন্বয়:

রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, মেডিকেল ও রেডিয়েশন অনকোলজিস্টদের যৌথ আলোচনায় গঠিত টিউমার বোর্ড এখন আধুনিক ক্যানসার সেন্টারের অবিচ্ছেদ্য অংশ। একসঙ্গে কাজ করেই তারা প্রতিটি রোগীর জন্য Personalised চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন।

ভবিষ্যতের দিগন্ত:
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ডিপ লার্নিং, ও রেডিওমিক্স প্রযুক্তি রেডিওলজিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসার কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এই উন্নত বিশ্লেষণ প্রযুক্তির মাধ্যমে।

এই আন্তর্জাতিক রেডিওলজি দিবসে আমাদের অঙ্গীকার হোক — সঠিক ইমেজিং, নির্ভুল চিকিৎসা ও মানবতার সেবায় প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করা।

Advertisement
Advertisement
প্রধান খবর7 hours ago

প্রতি ১০ জনের মধ্যে ৪ শিশুর রক্তে উদ্বেগজনক সীসা

বাংলাদেশের প্রতি ১০ শিশুর মধ্যে ৪ জনের রক্তে উদ্বেগজনক সীসা পাওয়া গেছে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৮...

প্রধান খবর3 days ago

প্রতিটি মেডিকেল কলেজে ফিজিক্যাল মেডিসিন বিভাগ গড়ে তোলার দাবি

দুর্ঘটনা, স্ট্রোক, স্পাইনাল ইনজুরি বা দীর্ঘস্থায়ী ব্যথাজনিত রোগে আক্রান্ত মানুষদের জীবনে নতুন করে দাঁড়ানোর পথ তৈরি করে ফিজিক্যাল মেডিসিন ও...

নির্বাচিত3 days ago

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য...

Advertisement