নির্বাচিত
ড্যাবের যুগ্ম-মহাসচিব নির্বাচিত হলেন ডা. বেলায়েত হোসেন ঢালী
বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ও পেশাজীবী নেতা ডা. বেলায়েত হোসেন ঢালী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডা. ঢালী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব।
এছাড়া তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সদস্য, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের গভর্নিং বডির সদস্য।
ডা. বেলায়েত হোসেন ঢালী সালেহা মান্নান ঢালী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক।তিনি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের স্বাস্থ্যসেবা ও মেডিকেল টিম প্রধান। ডা. ঢালী বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর সদ্য সাবেক সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সভাপতি ও মহাসচিব নির্বাচিত হওয়ার আড়াই মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ২৭৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের পাশাপাশি সংগঠনের ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৯ অগাস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে ডা. হারুন আল রশীদ সভাপতি এবং ডা. জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন।
পূর্ণাঙ্গ কমিটিতে একজন সিনিয়র সহ সভাপতি, ৪৫ জন সহ সভাপতি, একজন করে কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ৩১ জন যুগ্ম মহাসচিব রয়েছে। এ ছাড়া সাংগঠনিক-সহসাংগঠনিক, সম্পাদকীয় বিভিন্ন পদসহ সদস্য পদ মিলে সর্বমোট ২৭৬ জন চিকিৎসক স্থান পেয়েছেন কমিটিতে।
