Connect with us

নির্বাচিত

চীনে ফাইজারের কোভিড-১৯ ওষুধ প্যাক্সলভিড ‘শর্তসাপেক্ষে’ অনুমোদন

Published

on

চীন শনিবার বলেছে, হালকা থেকে মাঝারি অসুস্থতা এবং গুরুতর অসুস্থতার উচ্চ ঝুঁকি রয়েছে এমন প্রাপ্ত বয়স্কদের চিকিৎসার জন্য ফাইজারের কোভিড-১৯ ওষুধ প্যাক্সলভিড ‘শর্তসাপেক্ষে’ অনুমোদন দেয়া হয়েছে।

ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে এই ওষুধ ব্যবহারে আরো গবেষণা জন্য এটি নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া দরকার।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ ওমিক্রনের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা হিসেবে প্যাক্সলভিড ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীন থেকেই প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, দেশটি এখন পর্যন্ত কোন বিদেশী ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়নি।