Connect with us

স্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউ’র মনোরোগবিদ্যা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহজাবিন

Published

on

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর মনোরোগবিদ্যা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ।

বৃহস্পতিবার (৮জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে মনোরোগবিদ্যা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ নাম ঘোষণা করা হয়। আগামী ১০ জুলাই (শনিবার) বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি ।

নতুন এই দায়িত্বের তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ বলেন প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “আজকের এই অবস্থানে আসার পেছনে আমার পরিবারের প্রতিটা সদস্য থেকে শুরু করে আমার শিক্ষকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আমারা ছাত্রছাত্রী সহ সকলের অবদান রয়েছে। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ।”

বিএসএমএমইউ এর কর্তৃপক্ষ সহ সকল চিকিৎসক, শিক্ষার্থী এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক ডা. নাহিদ বলেন, “ভিসি স্যার দায়িত্ব গ্রহণের ১০০ তম দিনে এসে তার কাছ থেকে আমি নতুন দায়িত্বের ঘোষণাটি পেলাম। বিশেষ দিনে বিশেষ কিছু পাওয়ার আনন্দটা একটু বেশিই অন্যরকম। এই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।”

মানসিক স্বাস্থ্য সেবা ও গবেষণায় বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগকে বিশ্ব দরবারে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমার একার পক্ষে সব কিছু পালন করা সম্ভব হবে না। তাই আমরা মনোরোগবিদ্যা বিভাগের সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করতে চাই। এজন্য মনোরোগবিদ্যা বিভাগের আমার সকল সহকর্মী, ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

Advertisement

যেনো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সকল শুভাকাঙ্খিদের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

নতুন এই দায়িত্বের জন্য মনের খবর পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদকে শুভেচ্ছা জানানো হয়েছে। প্রসঙ্গত, মনের খবর এর সম্পাদনা পর্ষদের দায়িত্ব পালন করেছেন দেশের অন্যতম চাইল্ড এ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ।

সাংগঠনিক নেতৃত্বে দক্ষ অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH) এর কার্যকরী কমিটি (২০২১-২০২২) এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পারিবারিক জীবনে ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ এবং ইঞ্জিনিয়ার সৈয়দ নাসরুল আহসান দম্পতির এক পুত্র ও দুই কন্যা রয়েছে। মানসিক স্বাস্থ্য সেবায় নিজের সন্তানরাও যেনো অবদান রাখতে পারে সেজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন4 weeks ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি4 weeks ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন1 month ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement