Home নির্বাচিতচট্টগ্রামে প্রথমবারের মতো ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত

চট্টগ্রামে প্রথমবারের মতো ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত

চট্টগ্রামে প্রথমবারের মতো “ব্ল্যাক ফাঙ্গাস” (কালো ছত্রাক) আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির এ বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির এ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এ বছর ২৫ জুন জ্বরে আক্রান্ত হয় ওই নারী। পরে পরীক্ষা করলে গত ৩ জুলাই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাস থেকে সেরে ওঠার পর আবারও অসুস্থ হয়ে পড়েন। এখনও হাসপাতালে তার চিকিৎসা চলছে। বিভিন্ন পরীক্ষার পর বুধবার (২৮ জুলাই) তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি পাওয়া যায়।

কিছুদিন পর্যবেক্ষণে রেখে চিকিৎসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে ২৪ মে এক রোগীর দেহে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতির খবর পাওয়া যায়। তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

You may also like