Connect with us

নির্বাচিত

দেশে ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন লোক করোনা টিকা নিয়েছেন

Published

on

দেশে এ পর্যন্ত ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন পুরুষ এবং ২০ লাখ ৯ হাজার ৫৩৮ জন নারী রয়েছেন। আর ৬৭ লাখ ৪৪ হাজার ৫৬৯ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৫৬ হাজার ৪৩১ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৩২ হাজার ৫৪৪ এবং নারী ২৩ হাজার ৮৮৭ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৬ লাখ ৪৮ হাজার ২৯ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ৩৪ হাজার ৩০৬, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৫৭ হাজার ১৩২, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৭১ হাজার ৯১০, রাজশাহী বিভাগে ৬ লাখ ৩ হাজার ৬৮৫, রংপুর বিভাগে ৫ লাখ ৪২ হাজার ৪৭৪, খুলনা বিভাগে ৬ লাখ ৮৫ হাজার ৯৭০, বরিশাল বিভাগে ২ লাখ ৩৪ হাজার ২১৯ এবং সিলেট বিভাগে ২ লাখ ৭৬ হাজার ২৬০ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

Advertisement
Continue Reading
Advertisement