Connect with us

নির্বাচিত

কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন বাইডেন

Published

on

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার তার কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

করোনাভাইরাসের টিকা নিতে জনগণকে উৎসাহিত করতে সরাসরি টিভি ক্যামেরার সামনে তার প্রথম ডোজ টিকা নেয়ার তিন সপ্তাহ পর তিনি এ ভ্যাকসিন নিলেন। খবর এএফপি’র।

৭৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ‘আমি সামান্য একটি অন্তর্বাস পরে আমার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছি।’ এর আগে তিনি তার ব্লেজার খুলে ফেলেন। তার জামার হাতা ওপরের দিকে তুলে ফাইজারের টিকা দেয়ার জন্য এক চিকিৎসককে ধন্যবাদ জানান বাইডেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে মার্কিন জনগণের হাতে টিকা দেয়া। আর এটা যেন আমরা দ্রুততার সাথে করতে পারি।’

গত ২১ ডিসেম্বর দেলাওয়ারের নিউওয়ার্কে ক্রিস্টিনা হাসপাতালে তার প্রথম ডোজ টিকা নেয়ার সময় বাইডেন মার্কিন নাগরিকদের বলেন, এ ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই।

Advertisement
Continue Reading
Advertisement