বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল) ১৭ তলা ভবনের ১৪ তলায় ডি-ব্লকে সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিস পেয়েছে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সদর দফতর থেকে ৩টি এবং পলাশী থেকে ২টি ইউনিট অগ্নি নির্বাপণের জন্য পাঠানো হয়।
তিনি বলেন, সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস থেকে পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৪ তলার ইলেকট্রিক বক্সে থাকা ময়লায় আগুন লেগেছিল। এটা তেমন বড় আগুন ছিল না। ফলে খুব একটা ক্ষয়ক্ষতিও হয়নি।
বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেন, ডি-ব্লকের ১৪ তলায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।