নির্বাচিত
প্রতিবন্ধিতা নিয়ে নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ

প্রতিবন্ধিতা বিষয়ে নেতিবাচক, কুরুচিপূর্ণ এবং কুসংস্কারাচ্ছন্ন প্রচার প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ’ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চাইল্ড ফাউন্ডেশন ও এনডিডি ট্রাস্ট। আজ সোমবার দুপুরে অনলাইনে এর আয়োজন করা হয়। সেখানে তাদের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
সেখানে উপস্থিত ছিলেন চাইল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান তাহরীন আমান, কো-ফাউন্ডার এবং সেক্ৰেটারি আনোয়ারা আনা আমান, এনডিডি ট্রাস্টের চেয়ারম্যান গোলাম রব্বানী, ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) আনোয়ার উল্লাহ, পরিচালক সালমা বেগম, ব্যারিস্টার সাহেদুল আযম, মারুফা হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারের চেয়ারম্যান তাউহিদা জাহান।
https://www.facebook.com/863934513804304/videos/577444809918809
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ঈদে প্রচারিত একটি নাটকের গল্পে চরম অসত্য, নেতিবাচক অপপ্রচার, কুসংস্কার এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পরিবারকে আঘাত করে যে গল্প সাধারণ মানুষের সামনে বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, তা অতি দুঃখজনক এবং আইনত দণ্ডনীয় হওয়া উচিৎ বলে আমরা মনে করি।
প্রতিনিয়ত সমাজে যে সকল বহুবিধ কুসংস্কার ও অপঃপ্রচার এর প্রচলন রয়েছে, তা নিরসনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অবিরাম কাজ করে চলেছে। এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের মিডিয়াতে কর্মরত ব্যক্তিবর্গ, যাদের একটি নৈতিক দায়িত্ব এইসকল অপঃপ্রচার নিরসনে সক্রিয় ভমিকা পালন করা। এমতবস্থায় এমন একটি বিভ্রান্তিকর নাটকের প্রচার আমাদের দীর্ঘদিনের প্রয়াসকে অনেক পিছিয়ে এনেছে।
চাইল্ড ফাউন্ডেশন বিশ্বাস করে, সাধারণ মানুষও এই ভুল, কুসংস্কার এবং মিথ্যা গল্প সংবলিত নাটক দেখা থেকে বিরত থাকবে এবং এসব পরিবেশনাকে শক্ত হাতে প্রত্যাখ্যান করবে। আরও আমরা আশা করি আমাদের সাংবাদিক ও মিডিয়ার ভাইয়েরা এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণে আমাদের সর্বদা সাহায্য করবেন।