Connect with us

নির্বাচিত

করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

Published

on

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে করোনায় আক্রান্ত হলেও তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় তথ্যমন্ত্রী লেখেন, ‘এটি আপনাদের সবাইকে জানাতে চাই যে, আমার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমি ভালো বোধ করছি। আপনাদের সবাইকে আমার জন্য দোয়া করার অনুরোধ করছি। আল্লাহ সর্বশক্তিমান, আমাদের সবাইকে এবং আমাদের দেশকে মঙ্গল করুন।’

করোনাভাইরাসের কারণে লকডাউনে সবাই যখন ঘরে, সেই দুর্যোগেও ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রণালয়ের চলমান কাজ, এলাকায় ত্রাণ কার্যক্রম তদারকি, গণমাধ্যমে ব্রিফিং, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নসহ নানা কাজে প্রতিটি দিনই ব্যস্ততার মধ্যে কাটছে তথ্যমন্ত্রী।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত এক প্রতিমন্ত্রী মারা গেলেও অনেকেই এরই মধ্যে এ ভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠেছেন। গত ১৪ জুন কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে সিএমএইচে মারা যান ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

Continue Reading
Advertisement