Home নির্বাচিতগরমে বেছে নিন হালকা রঙ-এর পোশাক

গরমে বেছে নিন হালকা রঙ-এর পোশাক

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

কৃষ্ণচূড়া রঙ-এ লাল হয়ে উঠেছে চার পাশ। পাশাপাশি তীব্র গরমে অস্থির নগরবাসী। এই ভ্যাপসা গরমে খাবার অভ্যাসের সাথে সাথে পোশাক বাছাই করতেও সচেতন হতে হবে। এক্ষেত্রে প্রথম যে বিষয়টি মনে রাখতে হবে তা হচ্ছে, পোশাকটি আরামদায়ক কিনা।

এই গরমে একটু স্বস্তি পেতে বেছে নিন হালকা রঙ-এর  সুতি পোশাক।

আজকাল গরমের কথা মাথায় রেখে ফ্যাশন হাউসগুলো তাদের কালেকশনে সুতি পোশাক এনেছে। এর মধ্যে মেয়েদের জন্য রয়েছে, সুতি শাড়ী, সালোয়ার কামিজ, ফতুয়া। আর ছেলেদের জন্য হাফ হাতা শার্ট, টি শার্ট, সুতি পাঞ্জাবী এবং ফতুয়া।

চাইলে কম খরচে নিজেও বানিয়ে নিতে পারেন গরমের হালকা পোশাক। বিভিন্ন শপিং সেণ্টারগুলো থেকে পছন্দ মতো কাপড় কিনে টেইলার্স থেকে ওর্ডারের মাধ্যমে পোষাক তৈরি করা যায়।

You may also like