Connect with us

নির্বাচিত

৪ মিনিটেই মিলবে করোনা পরীক্ষার নির্ভুল ফল!

Published

on

চীনা বিজ্ঞানীরা বলেছেন, তারা করোনভাইরাস পরীক্ষা একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যা মাত্র চার মিনিটের মধ্যে পিসিআর ল্যাব টেস্টের মতোই নির্ভুল ফলাফল দেয়।

পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষাকে ব্যাপকভাবে কোভিড-১৯-এর জন্য সবচেয়ে নির্ভুল বলে মনে করা হয়। তবে এ পরীক্ষায় সাধারণত কয়েক ঘণ্টা সময় নেয়।
অত্যন্ত সংক্রামক ওমিক্রনের ছড়িয়ে পড়ায় বেশ কিছু দেশ করোনা পরীক্ষার তীব্র চাহিদা সত্ত্বেও পর্যাপ্ত পরীক্ষা করতে পারছে না।

সাংহাইয়ের ফুডান ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, তাদের কাছে এর একটি সমাধান আছে। খবর এএফপি’র।

নেচার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং জার্নালে সোমবার প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, তাদের সেন্সর সংগ্রহ করা নমুনা থেকে জেনেটিক উপাদান বিশ্লেষণ করতে মাইক্রোইলেক্ট্রনিক্স ব্যবহার করে বলে সময় সাপেক্ষ কোভিড সনাক্তকরণে ল্যাব পরীক্ষার প্রয়োজন কমাতে পারে।

তারা কোভিড প্যাথোজেনের অফিসিয়াল নাম উল্লেখ করে বলেছে, একটি সমন্বিত ও বহনযোগ্য প্রোটোটাইপ ডিভাইসে সার্স-কোভ-২ সনাক্তকরণের জন্য আমরা একটি ইলেক্ট্রোমেকানিকাল বায়োসেন্সর ব্যবহার করেছি এবং এতে দেখা গেছে যে, এটি (ভাইরাস আরএনএ) চার মিনিটেরও কম সময়ের মধ্যে সনাক্ত হয়েছে।

Advertisement

গবেষকরা জানিয়েছেন, তাদের পদ্ধতিতে দ্রুত ফলাফল প্রাপ্তি, সহজ পরিচালনা, উচ্চ সংবেদনশীলতা ও বহনযোগ্যতার সুবিধা রয়েছে।

তাদের পরীক্ষামূলকভাবে সাংহাইয়ের করোনাভাইরাস আক্রান্ত ৩৩ জনের নমুনা নিয়েছিল একই সময়ে যাদের পিসিআর পরীক্ষাও করানো হয়।

তাদের পদ্ধতির ফলাফলগুলির সঙ্গে পিসিআর পরীক্ষার “নিখুঁত” মিল পাওয়া গেছে।

Continue Reading
Advertisement