নির্বাচিত
ওজিএসবির নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

দেশের স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন ওজিএসবি (অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলিজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ) এর কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম ও জেনারেল সেক্রেটারী হিসেবে অধ্যাপক ডা. গুলশান আরা।
বুধবার এক ভার্চুয়াল সভায় এ দায়িত্বগ্রহণ করেন তারা।
ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন ওজিএসবির সাবেক প্রেসিডেন্ট ও স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. টিএ চৌধুরী, ওজিএসবির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহলা খাতুন, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. সায়েবা খাতুন, ওজিএসবির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কোহিনুর বেগম, অধ্যাপক ডা. আনোয়ারা বেগম, অধ্যাপক ডা. লতিফা শামসুদ্দিন, অধ্যাপক ডা. রওশন আরা বেগম, অধ্যাপক ডা. সামিনা চৌধুরী, অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী, অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম, ও অধ্যাপক ডা. লায়লা আর্জুমান্দ বানু।