Connect with us

নির্বাচিত

গাইনি চিকিৎসকদের সংগঠন ওজিএসবির নতুন সভাপতি ডা. ফারহানা সেক্রেটারি ডা. গুলশান আরা

Published

on

গাইনি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলিজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) ২০২১-২২ কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান ও জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. গুলশান আরা।

বৃহস্পতিবার (১৮ মার্চ) স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠনটির এ নির্বাচন সম্পন্ন হয়। করোনা মহামারির কারনে এবারের নির্বাচন অনলাইনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় বিশেষজ্ঞ ২২ শতাধিক সদস্যদের জাতীয় এ প্রতিষ্ঠানটির দুই বছর মেয়াদে সংগঠনটির কমিটি নির্বাচিত হয়ে থাকে।

এবারের কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে ৪ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন অধ্যাপক ডা. রাশিদা বেগম, অধ্যাপক ডা. ফিরোজা বেগম, অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসনিম ও অধ্যাপক ডা. মো. আব্দুল কাইয়ুম।

ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. সালমা রউফ। জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. সেহরিন ফরহাদ সিদ্দিকা।

Advertisement

সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. বেগম হোসনে আরা, ডা. কাঞ্চন কুমার সরকার, ডা. কৃষ্ণপদ দাস, ডা. সুলতানা রাজিয়া, ডা. খুরশীদ জাহান, ডা. আনিসা বেগম, ডা. ফাহমিদা শিরিন, ডা. সঞ্চিতা রানী সিনহা।

কমিটির সায়েন্টিফিক সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ডা. এসকে জিন্নাত আরা নাসরীন। কালচারাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. লিজা চৌধুরী। এন্টারটেইনমেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ডা. বেগম নাসরিন।

ইসি মেম্বার নির্বাচিত হয়েছেন ডা. ফেরদৌস ইসলাম, ডা. ইফফাত আরা, ডা. কিশোয়ার সুলতানা, ডা. শাহানারা চৌধুরী, ডা. মরিয়ম সুলতানা, ডা. দিলরুবা জেবা, ডা. মাসুদা বেগম, ডা. পারভীন ফাতেমা ডা. নেয়াজ টি ফাতেমা, ডা. ফ্লোরিডা রহমান, ডা. নুহ ই জাকারিয়া, ডা. শারমিন আব্বাসী, ডা. পারুল জাহান, ডা. ফেরদৌস মাহেল, ডা. মালা বণিক।

প্রসঙ্গত, ওজিএসবি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশ সরকার, জাতিসংঘভুক্ত বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী ও দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সক্রিয় যোগাযোগের মাধ্যমে সুসম্পর্ক স্থাপন করেছে।

Advertisement
Continue Reading
Advertisement