নির্বাচিত
জাতীয় ভাস্কুলার দিবস পালিত
আজ ০১ নভেম্বর জাতীয় ভাস্কুলার দিবস। দিবসটি উপলক্ষ্যে ভাস্কুলার সার্জনদের সংগঠন বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি দিনব্যাপী নানা কর্মসূচী পালন করছে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো সুস্থ রক্তনালী, সুস্থ জীবন।
শনিবার (০১ নভেম্বর ২০২৫) দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ ভাস্কুলার সোসাইটির আয়োজনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD) এ আলোচনা সভা এবং র্যালীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল-এর পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।
প্রধান অতিথি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান নিটোর (পঙ্গু হাসপাতাল) সহ দেশে চারটি কেন্দ্রে ভাস্কুলার সেন্টার চালু, সার্জারী বিভাগের চিকিৎসক দের সংক্ষিপ্ত প্রশিক্ষণ করার উপর গুরুত্ব দিয়ে অপ্রয়োজনীয় অঙ্গ হানী রোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
আলোচনা সভায় সোসাইটির আহ্বায়ক ডা: মো: বজলুল গনি ভূঞা অঙ্গহানি, তার সঠিক সিদ্ধান্ত, ভাস্কুলার মুল্যায়ন, প্রতিরোধে করনীয় বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
এসময় বাংলাদেশ ভাসকুলার সোসাইটির আহবায়ক ডা. মো. বজলুল গনি ভূঁইয়া সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ট্রেজারার ডা. মো. মাহমুদুল হক রিপন, সদস্য সচিব ডা. এস এম পারভেজ আহমেদ সোহেল, বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সাবেক সভাপতি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভাসস্কুলার বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল হাসান মুহম্মদ বাশার, ও বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সাবেক মহাসচিব ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সাকলায়েন রাসেল।
অনুষ্ঠানে ভাস্কুলার সার্জনদের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার পাশাপিাশি রক্তনালীর রোগীদের সেবার মান বৃদ্ধি করার উপর জোর দেন। আলোচনা সভা শেষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD) ক্যাম্পাসে র্যালী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ভাস্কুলার সোসাইটির উদ্যোগে সারা দেশে ২৩টি মেডিকেল কলেজে সচেতনামূলক ব্যানার, প্ল্যকার্ড ও শ্লোগানসহ টি শার্ট পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি (BVS) হলো বাংলাদেশের ভাস্কুলার সার্জন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একটি পেশাদার সংগঠন, যা ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই দিবসটি পালনের উদ্দেশ্য হলো রক্তনালীর রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানানো। ২০২৪ সাল থেকে বাংলাদেশে ১লা নভেম্বর জাতীয় ভাস্কুলার দিবস পালন করা হয়।
রক্তনালীর রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এবং এর প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জানাতে এই দিবসটি পালন করা হয়। এই উপলক্ষে বিভিন্ন সেমিনার ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়, যেমনটি জাতীয় হৃদরোগ হাসপাতাল (NICVD) এবং বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি (BVS) আয়োজন করে থাকে।
