নির্বাচিত
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শাখার কার্যক্রম স্থগিত করল ড্যাব

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা জেলা, মহানগর ও মেডিকেল কলেজ—ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এই তিন শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিভিন্ন অভিযোগ এসেছে। একাধিক অনিয়মের ঘটনায় গণমাধ্যমে সংবাদ পর্যন্ত প্রকাশিত হয়েছে। সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। দোষ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে কোন কোন কারণে কুমিল্লার তিন শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে—সেই বিষয়টি খোলাসা করতে চাননি ড্যাব মহাসচিব।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ড্যাবের নির্বাচিত নেতৃবৃন্দের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা জেলা শাখা, কুমিল্লা মহানগর শাখা ও কুমিল্লা মেডিকেল কলেজ শাখার কার্যক্রম স্থগিত করা হলো। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় ড্যাব কর্তৃক তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লায় ড্যাবের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তে স্থানীয় পর্যায়ে সংগঠনটির নেতৃত্ব ও কর্মকাণ্ড নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।