Connect with us

নির্বাচিত

ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পেলেন ডা. ইরিন

Published

on

ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন ডার্মাটোলজিস্ট ডা. তাওহীদা রহমান ইরিন। সংযুক্ত আরব আমিরাতের শারজা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ইউএই ফ্রেন্ডশীপ ফেস্টিভ্যাল ২০২১- এ তাকে এ পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ-ইউএই ফ্রেন্ডশীপ ফেস্টিভ্যাল ২০২১। বাংলাদেশ থেকে অসংখ্য তারকা অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বি এম জামাল হোসেন।

দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এবং বাংলাদেশ ও ইউএইর ব্যবসায়ীদের মধ্যে বন্ধন স্থাপনের লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেছে ঢাকা টকিজ লিমিটেড, রিয়েল হিরো এক্সপো এন্ড কমিউনিকেশন, মিরর মিডিয়া ও প্রোডাকশন লিমিটেড এবং এটিএন এমসিএল। এ আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করেছেন রিয়েল হিরোস এর সিইও মালা খন্দকার।

এ প্রসঙ্গে ডা. তাওহীদা রহমান ইরিন বলেন, এটি আমার জন্য বিশাল একটি প্রাপ্তি যা আমার কর্মস্পৃহা এবং সম্মান বাড়িয়ে দিয়েছে বহুগুণে। যেহেতু বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষেক্ষ এই উৎসব এবং সেই সাথে আমার পুরষ্কার প্রাপ্তি, তাই এ পুরষ্কারটি দুই দেশের স্বাধীনতার প্রতীক হিসেবে আমাকে গৌরবান্বিত করেছে।

ডা. তাওহীদা রহমান ইরিন একজন ডার্মাটোলজিস্ট, হলিস্টিক ওয়েলনেস অ্যান্ড রিজেনারেটিভ অ্যাস্থেটিক কনসালটেন্ট এবং রিজুভা কসমেসিউটিক্যালসের স্বত্ত্বাধিকারী। তিনি স্বাস্থ্য, স্কিন কেয়ার, লাইফস্টাইল এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত লেখালেখির পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন4 weeks ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি1 month ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন1 month ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement