Connect with us

নির্বাচিত

আঘাত লেগে দাঁত ভেঙে গেলে করণীয় ও চিকিৎসা

Published

on

আঘাত লেগে দাঁত আংশিক ভেঙে যাওয়া, ভিতরে ঢুকে যাওয়া কিংবা সম্পূর্ণ দাঁত উঠে আসা খুবই প্রচলিত ঘটনা। ডেন্টাল ইমার্জেন্সি কেস হিসেবে আঘাতজনিত দন্ত-দুর্ঘটনার রোগী ডেন্টাল সার্জনগণ প্রায়শই চিকিৎসা দিয়ে থাকেন। সাধারণত দাঁতে আঘাতজনিত দুর্ঘটনার কারণ হিসেবে রয়েছে টিউবওয়েল এর হাতলের সাথে আঘাত লাগা, সাইকেল চালানো বা খেলাধুলার সময় পড়ে গিয়ে আঘাত লাগা, মারামারি-সংঘর্ষের সময় আঘাত লাগা, শক্ত কিছু কামড় দিলে যেমন হাড়, ছোলা-বুট, পেয়ারা বা কোন শক্ত ফলের বিচি, ইত্যাদি কারণগুলো ছাড়াও বিভিন্ন সড়ক দুর্ঘটনায়ও দাঁত ও চোয়াল পর্যন্ত ভেঙে যেতে বা ফাটল ধরতে পারে। অনেকেই এসময় বুঝতে পারেন না কি করবেন, যার কারণে হয়তো কালক্ষেপণ বা পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে আঘাতপ্রাপ্ত দাঁতটির শেষ রক্ষা করা সম্ভব হয়না। এসব ক্ষেত্রে জরুরী কিছু পদক্ষেপ গ্রহণ করলে পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া দাঁতটিকে রক্ষা করা সম্ভব হতে পারে।

দুর্ঘটনায় দাঁত ক্ষতিগ্রস্থ হলে করণীয় এবং চিকিৎসা – ShasthoTV – Dental Adda
অনেক সময়েই খেলতে গেলে কিংবা দুর্ঘটনায় পড়ে দাঁতে আঘাত লেগে দাঁত ভেঙে যায় কিংবা দাঁত পড়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে। তখন অনেকেই বুঝতে উঠতে পারেন না সেই ভাঙা দাঁত নিয়ে কি করা উচিৎ। অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র পর্যাপ্ত জ্ঞানের অভাবে এবং সময় চলে যাওয়ার কারণে ভাঙা বা পড়ে যাওয়া দাঁতের কোনো চিকিৎসা করা সম্ভব হয় না। আঘাত লেগে দাঁতের ক্ষতি করে কি করা উচিৎ সেই বিষয় নিয়েই এবারের ডেন্টাল আড্ডা।

এ প্রসঙ্গে কথা বলবেন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ এবং ঢাকা ডেন্টাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা۔ মোহাম্মদ আশরাফ হোসেন । তিনি বিএসএমএমইউ এর ডেন্টাল অনুষদের সাবেক ডিন। এছাড়াও তিনি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন।

বিষয়: দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ দাঁতের চিকিৎসা

Advertisement

আয়োজনটি সঞ্চলনায় বিশিষ্ট চিকিৎসক, সাংবাদিক ও গবেষক ডা. আওরঙ্গজেব আরু।