Home নির্বাচিতকরোনায় ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৯

করোনায় ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৯

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৬৫৯ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ১২ হাজার ৬৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৮৮৬ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ২৯ হাজার ৭৮৭ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৩টি ল্যাবে ১৪ হাজার ৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬১টি।

গত ২৪ ঘণ্টায় নতুন ১৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৬ জন ও নারী একজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ৬০৪ জন ও নারী এক হাজার ৩৭৯ জন।

এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ষাটোর্ধ্ব আটজন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, ময়মনসিংহ বিভাগে দুজন। এদের সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২৩ লাখ ৭৫ হাজার ৭৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

You may also like