Connect with us

নির্বাচিত

বাচ্চা নেওয়ার আগের প্রস্তুতি ও মায়েদের জন্য জরুরী পরামর্শ

Published

on

আমাদের সামাজিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার। একজন মহিলা ও পুরুষ যখন নতুন সংসার শুরু করে তখন তারা নানা স্বপ্ন দেখে। সন্তান ছাড়া একটি পরিবার সম্পূর্ন হয় না। একটি দম্পতি সংসার শুরু করার পরেই সন্তানের অভাববোধ করেন। এটাই জগতের নিয়ম। কিন্তু একটি সংসারে নতুন অতিথি আসার আগে তথা বাচ্চা নেওয়ার আগের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি সুস্থ ও সবল বাচ্চার স্বপ্ন সব দম্পতিই দেখে। তাই স্বপ্নের সূচনা যেন ভালোভাবে হয়। তাহলে-ই স্বপ্নটি পূরণ হবার সম্ভাবনাও বেশী থাকে।

বলা হয়ে থাকে একটি সার্থক গর্ভধারণ, গর্ভধারণ করার আগেই বিভিন্ন প্লানের উপর নির্ভর করে। সব মহিলাই উপকৃত হতে পারেন যদি গর্ভধারণের আগের প্লান সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকে। আসুন জেনে নেওয়া যাক, গর্ভধারণের আগে কী কী প্রস্তুতি নেয়া দরকার।

বাচ্চা নেওয়ার আগের প্রস্তুতি | মায়েদের জন্য জরুরী পরামর্শ | গর্ভধারণের পূর্ব প্রস্তুতি। Shastho.TV
গর্ভধারণের পূর্ব প্রস্তুতি।
গর্ভধারণের পূর্ব প্রস্তুতি নিয়ে কথা হবে এ পর্বে। করোনা পরিস্থিতিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য করণীয় নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনার প্রশ্নের উত্তর দিবেন আমাদের আমন্ত্রিত অতিথি। আমাদের সাথেই থাকুন।
স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন – https://bit.ly/2KrEMsq​
———————————————————-
অতিথি হিসেবে থাকছেন-
ডা. সুলতানা রাজিয়া
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন
সহকারি অধ্যাপক (গাইনী)
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া

অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন-
সারাহ্ সাদিয়া আফরোজ জুহী
তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ

Advertisement
Continue Reading
Advertisement