Connect with us

স্বাস্থ্য সংবাদ

নতুন প্রযুক্তি নিয়ে ১৫ বিশেষজ্ঞের ব্যথা নিরাময়ের সম্মেলন

ইহেলথ২৪ ডটকম ডটবিডি- নতুন প্রযুক্তি নিয়ে ১৫ বিশেষজ্ঞের দুই দিনব্যাপী ১৪তম ব্যথা নিরাময় সম্মেলন গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়। আয়োজক বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অব পেইন-এর (বিএসএসপি) তত্ত্বাবধানে দেশ বিদেশ থেকে ২০০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। জাপান, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান থেকে ১৫ জন বিশেষজ্ঞ নতুন প্রযুক্তির মাধ্যমে এ থেকে নিরাময় পেতে মতবিনিময় করবেন। […]

Published

on

ইহেলথ২৪ ডটকম ডটবিডি- নতুন প্রযুক্তি নিয়ে ১৫ বিশেষজ্ঞের দুই দিনব্যাপী ১৪তম ব্যথা নিরাময় সম্মেলন গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়। আয়োজক বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অব পেইন-এর (বিএসএসপি) তত্ত্বাবধানে দেশ বিদেশ থেকে ২০০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। জাপান, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান থেকে ১৫ জন বিশেষজ্ঞ নতুন প্রযুক্তির মাধ্যমে এ থেকে নিরাময় পেতে মতবিনিময় করবেন।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিএসএসপির ১০০টি দেশে সদস্য ছড়িয়ে আছে। ব্যথা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত। বিংশ শতাব্দিতে ব্যথা দূর করার চিকিৎসার অনেক অগ্রগতি হয়েছে।

আমাদের দেশে ব্যথার কত রোগী আছে তার কোনো সমীক্ষা নাই। কিন্তু বলা যায় যে কোনো সময় পৃথিবীর এক তৃতীয়াংশ লোক ব্যথায় ভুগছেন। সেটা মাথা ব্যথা, কোমড় ব্যথা, ঘাড় ব্যথা, ক্যান্সার এর ব্যথা শারীরিক অন্যান্য অঙ্গ প্রতঙ্গের ব্যথা হতে পারে।

Continue Reading
Advertisement