Connect with us

স্বাস্থ্য সংবাদ

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক হেপাটোলজি সম্মেলন

লিভার চিকিত্সকদের সংগঠন হেপাটোলজি সেন্টার, ঢাকা, বাংলাদেশের উদ্যোগে আগামী ২৮ অক্টোবর বৃহষ্পতিবার ঢাকায় শুরু হচ্ছে ‘১ম আন্তর্জাতিক হেপাটোলজি সম্মেলন-২০১০’। ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক এম আর খান। সম্মেলনে ইউকে, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং প্রমুখ দেশের প্রায় ২০ জন লিভার বিশেষজ্ঞ হেপাটাইটিস […]

Published

on

লিভার চিকিত্সকদের সংগঠন হেপাটোলজি সেন্টার, ঢাকা, বাংলাদেশের উদ্যোগে আগামী ২৮ অক্টোবর বৃহষ্পতিবার ঢাকায় শুরু হচ্ছে ‘১ম আন্তর্জাতিক হেপাটোলজি সম্মেলন-২০১০’। ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক এম আর খান।

সম্মেলনে ইউকে, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং প্রমুখ দেশের প্রায় ২০ জন লিভার বিশেষজ্ঞ হেপাটাইটিস ‘বি’, ‘সি’, বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টেশন, লিভার টিউমার, অ্যাবলেশন থেরাপি প্রভৃতি বিষয়ে নানা বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। এতে বাংলাদেশের লিভার, কিডনি, মেডিসিন, গাইনি, সার্জারি বিষয়ে শুধু পোস্ট গ্রাজুয়েট লেভেলের প্রায় ১ হাজার বিশেষজ্ঞ চিকিত্সক অংশ নেবেন বলে জানা গেছে। এ সম্মেলন থেকে সরকারি-বেসরকারি পর্যায়ের উদ্যোগে তৃণমূল পর্যায়ে লিভার রোগ থেকে মুক্তির বিষয়ে মানুষের সতর্কতা অবলম্বনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে করণীয়সহ বাংলাদেশে লিভার চিকিত্সার আরও উন্নত ও আধুনিক চিকিত্সা বিষয়ে আলোচনা করা হবে।

Continue Reading
Advertisement