আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে করোনার ভ্যাকসিনের প্রথম চালান।
করোনা ভ্যাকসিন পরিবহন করার জন্য দুটি কার্গো আনা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে এগুলো সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে তেজগাঁওয়ের ইপিআই-এর সংরক্ষণাগারে।
করোনার ভ্যাকসিন রিসিভ করতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন ঔষধ প্রশাসনের মহাপরিচালকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসব টিকা হস্তান্তর করার কথা রয়েছে।
একটি সূত্র জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে ২০ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে আসার কথা। প্রথম চালানে এসেছে প্রায় ১৮ লাখ।