Connect with us

স্বাস্থ্য সংবাদ

প্রাণ গোপাল দত্ত : ‘চিকিৎসা বিজ্ঞানে গাইডলাইন থাকা উচিত’

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, চিকিৎসা বিজ্ঞানের প্রত্যেকটি বিশেষায়িত বিষয়েরই গাইডলাইন প্রস্তুত করা প্রয়োজন ও সে অনুযায়ী চিকিৎসাকর্ম পরিচালনা করা উচিত। গত বুধবার বিশ্ববিদ্যালয় হাসপাতালের বস্নকের শহীদ ডা. মিলন হলে বিএসএমএমইউ গাইডলাইন অন জেনিটো ইউরিনারি ক্যান্সার সংক্রান্ত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ […]

Published

on

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, চিকিৎসা বিজ্ঞানের প্রত্যেকটি বিশেষায়িত বিষয়েরই গাইডলাইন প্রস্তুত করা প্রয়োজন ও সে অনুযায়ী চিকিৎসাকর্ম পরিচালনা করা উচিত। গত বুধবার বিশ্ববিদ্যালয় হাসপাতালের বস্নকের শহীদ ডা. মিলন হলে বিএসএমএমইউ গাইডলাইন অন জেনিটো ইউরিনারি ক্যান্সার সংক্রান্ত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইউরোলজিক্যাল ক্যান্সার চিকিৎসার সঠিক নির্দেশনামূলক বইটি প্রকাশের উদ্যোগকে মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি তার বক্তব্যে বইটির সম্পাদনাকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম ও ডা. সহিদুল ইসলামকে ধন্যবাদ জানান। বইটি সম্পাদনা করেন অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম ও ডা. সহিদুল ইসলাম।

ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের ডিরেক্টর ও জাতীয় ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক মোল্লা ওবায়দুল্লা বাকি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের সভাপতি অধ্যাপক মে. জেনারেল (অব.) ডা. মো. আলী আকবর।

এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ সালাম, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও চিকিৎসকরা।

উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, প্রত্যেকটি রোগেরই একটি সুনির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা থাকা প্রয়োজন।

Advertisement

উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া বলেন, ইউরো অনকোলজি বিষয়ে একটি সুনির্দিষ্ট ফেলোশিপের মতো কোর্স প্রবর্তন করলে আরো সুনির্দিষ্টভাবে রোগীদের চিকিৎসাসেবা ও চিকিৎসাবিষয়ক গবেষণার উৎকর্ষ সাধিত হবে।

Continue Reading
Advertisement