ই-হেলথ২৪ ডেস্ক
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, আকুপ্রেশার চিকিৎসা গ্রামগঞ্জে প্রসার ঘটানো উচিত। সম্প্রতি রাজধানীর বিএমএ অডিটরিয়াম মিলনায়তনে সোসাইটি ফর বঙ্গজ স্বচিকিৎসা পরিবার আয়োজিত বাংলাদেশে আকুপ্রেশার চিকিৎসার পথিকৃৎ সাগর সগিরের স্বচিকিৎসা প্রয়োগ বিধি গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দৈনিক আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ ফাহিমা খাতুন, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বেসিস সভাপতি মাহবুব জামান, ডা. ফারুক এলাহী, ডা. কছিম উদ্দিন প্রমুখ।
শিক্ষামন্ত্রী বলেন, দিনে দিনে মানুষের জ্ঞান বৃদ্ধি হচ্ছে। আকুপ্রেশারের প্রসার ঘটলে দেশের কোটি কোটি মানুষের উপকার হবে। দরিদ্রতা ও সুযোগ-সুবিধার অভাবে অনেকে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, আগামী বছর পাঠ্যবইয়ের কার্যক্রমে আকুপ্রেশার চিকিৎসার বিষয়টি ধারণা দেয়ার চিনত্মা-ভাবনা করে দেখা হবে।