Home স্বাস্থ্য সংবাদযৌবন ধরে রাখা এখন অনেক সহজ

যৌবন ধরে রাখা এখন অনেক সহজ

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

আপনার যৌবন ধরে রাখা এখন অনেক সহজ। ওয়াশিংটনের টেক্সাস ইউনিভার্সিটির প্লাস্টিক সার্জনরা লেজারের এক নতুন পদ্ধতি আবিষ্কার করেছে, যার দ্বারা সহজেই দেহের চামড়ার যে কোনো রকম পরিবর্তন করা যাবে।

মনে করা হচ্ছে— যারা যৌবন ধরে রাখার ব্যাপারে চিন্তা করেন, তাদের জন্য এই নতুন পদ্ধতি খুব লাভজনক হবে। যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থিত মেডিকেল সেন্টারের প্লাস্টিক সার্জারি বিভাগের ভাইস চেয়ারম্যান ডা. জেফরি কেকল এই নতুন পদ্ধতির আবিষ্কার করেছেন সম্প্রতি।

এই নতুন পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইডের বিভাজিত অণুর উপযোগ করা হবে। এখানে অণুগুলো যখন লেজারের মাধ্যমে ত্বকের ওপর ফেলা হয় তখন এটি ত্বকের ভেতর পর্যন্ত পৌঁছে যায় ও ত্বকের যে কোনো সমস্যার সমাধান হয়ে যায়। এর ফলে ত্বকে উজ্জ্বলতা বাড়ে ও ত্বক দেখতে আরও সুন্দর হয়।

ডা. কেকল আরও জানান, আমেরিকার খাদ্য এবং ওষুধ প্রশাসন এটাকে স্বীকৃতি দিয়েছে। এবার এটা খুব শিগগিরই রোগীদের ওপর প্রয়োগ করা হবে। ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা এর সফল পরীক্ষা সম্পন্ন করেছেন।

কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ কৌশল নিয়ে বিশেষজ্ঞরা কিছু লোকের ওপর এটি পরীক্ষা করে, যাতে ত্বকে কোনোরকম ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি এবং তাড়াতাড়ি ত্বকের সমস্যার সমাধানও হয়েছে।

সূত্র- ইন্টারনেট

You may also like