প্রধান খবর
সহযোগী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতি পেলেন ১০২ চিকিৎসক
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১০২ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে সবচেয়ে বেশি পদোন্নতি পেয়েছে চর্ম ও যৌন বিভাগে, এরপর রেডিওলজি ও ইমেজিং বিভাগে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর চতুর্থ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।
পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১০২ জন নতুন সহযোগী অধ্যাপকের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন চর্ম ও যৌন বিভাগের চিকিৎসক, মোট ২৭ জন। এরপর রেডিওলজি ও ইমেজিং বিভাগের ২০ জন, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ১১ জন, এন্ডোক্রাইনোলজি বিভাগের ৯ জন, রেডিওথেরাপি বিভাগের ৮ জন এবং হেমাটোলজি বিভাগে আরও ৮ জন চিকিৎসক পদোন্নতি পেয়েছেন।
এ ছাড়া কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস বিভাগে ৭ জন, কার্ডিয়াক সার্জারিতে ৭ জন, ভাইরোলজিতে ৩ জন, এবং ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন ও থোরাসিক সার্জারি বিভাগে একজন করে চিকিৎসক সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
প্রসঙ্গত, সুপারনিউমারারি পদোন্নতি সাধারণত বিদ্যমান পদসংখ্যার বাইরে বিশেষ বিবেচনায় দেওয়া হয়, যাতে প্রমোশন-যোগ্য কর্মকর্তারা প্রশাসনিক কাঠামোয় অপেক্ষমাণ না থাকেন। স্বাস্থ্যখাতে এটি অভিজ্ঞ চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও একাডেমিক নেতৃত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
