প্রধান খবর

সহযোগী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতি পেলেন ১০২ চিকিৎসক

Published

on

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১০২ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে সবচেয়ে বেশি পদোন্নতি পেয়েছে চর্ম ও যৌন বিভাগে, এরপর রেডিওলজি ও ইমেজিং বিভাগে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর চতুর্থ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।
পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১০২ জন নতুন সহযোগী অধ্যাপকের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন চর্ম ও যৌন বিভাগের চিকিৎসক, মোট ২৭ জন। এরপর রেডিওলজি ও ইমেজিং বিভাগের ২০ জন, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ১১ জন, এন্ডোক্রাইনোলজি বিভাগের ৯ জন, রেডিওথেরাপি বিভাগের ৮ জন এবং হেমাটোলজি বিভাগে আরও ৮ জন চিকিৎসক পদোন্নতি পেয়েছেন।

এ ছাড়া কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস বিভাগে ৭ জন, কার্ডিয়াক সার্জারিতে ৭ জন, ভাইরোলজিতে ৩ জন, এবং ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন ও থোরাসিক সার্জারি বিভাগে একজন করে চিকিৎসক সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, সুপারনিউমারারি পদোন্নতি সাধারণত বিদ্যমান পদসংখ্যার বাইরে বিশেষ বিবেচনায় দেওয়া হয়, যাতে প্রমোশন-যোগ্য কর্মকর্তারা প্রশাসনিক কাঠামোয় অপেক্ষমাণ না থাকেন। স্বাস্থ্যখাতে এটি অভিজ্ঞ চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও একাডেমিক নেতৃত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

Trending

Exit mobile version