তিন দেশের ডেন্টাল চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুখগহ্বর এবং এর আশপাশের ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ডেন্টাল অনকোলোজি কনক্লেভ। Bridging the Gap: Innovations and Integration in Dental Oncology শিরোনামে দিনব্যাপী এই অনকোলোজি কনক্লেভ অনুষ্ঠিত হবে।
আগামী ১০ ডিসেম্বর সাপোরো ডেন্টাল কলেজে অনুষ্ঠিতব্য এই আয়োজনে বাংলাদেশ, ভারত ও নেপাল এর ডেন্টাল চিকিৎসকরা অংশগ্রহণ করবেন।
ডেন্টাল অনকোলোজি কনক্লেভ যৌথভাবে সাপ্পোরো ডেন্টাল কলেজ ও ফ্যাসিওম্যাক্সিলারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হাব আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে এশিয়ান হেড নেক নেক অনকোলোজি অ্যাসোসিয়েশন ও নেপাল ক্যান্সার ফাউন্ডেশন এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্বাস্থ্য.টিভি।
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি, ইন্টার্ন চিকিৎসক এবং ডেন্টাল শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করে এই ত্রিদেশীয় দিনব্যাপী এই অনকোলোজি কনক্লেভ-এ অংশগ্রহন করতে পারেন।
এ বিষয়ে ডা. মৌসুমী ইকবাল বলেন, মুখের সুস্বাস্থ্য শারীরিক সুস্থতার পরিপূরক। মুখের সুস্বাস্থ্য নিশ্চিত করা গেলে মুখের রোগের পাশাপাশি অনেক ধরনের শারীরিক সুস্থতা নিশ্চিত করা যায়। বহু গবেষণায় দেখা যায়, দাঁত ও মাড়ির রোগের সঙ্গে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, হৃৎপিণ্ডের প্রদাহ, ডায়াবেটিস, কিডনি রোগ, স্বল্প ওজনের শিশুর জন্ম, গর্ভপাত ইত্যাদি জড়িত। বিশেষজ্ঞদের মতে, তামাকজাত দ্রব্যের ব্যবহার, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং মুখগহ্বর স্বাস্থ্য উপেক্ষা করার ফলে এই রোগের ঝুঁকি বাড়ছে।
বাংলাদেশে মুখগহ্বর ক্যান্সারের চিকিৎসায় এখন অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে, ডেন্টাল অনকোলোজিস্টদের অভাব এবং গবেষণার সুযোগ সীমিত থাকার কারণে চিকিৎসার মান উন্নত করার প্রচেষ্টা আরও জোরদার করার প্রয়োজন।
মুখগহ্বর ক্যান্সার প্রতিরোধে সচেতনতার পাশাপাশি ডেন্টাল অনকোলোজি বিষয়ে আরও গবেষণা ও চিকিৎসার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: https://forms.gle/ezHBHX677LPMyJXx5