Connect with us

নির্বাচিত

নভেম্বরে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড

Published

on

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি নভেম্বর মাসে ডেঙ্গুতে ১৭৩ জনের মৃত্যু হলো, যা এ বছর এক মাসে সর্বোচ্চ। গত মাসে মশাবাহিত রোগটিতে মৃত্যু হয় ১৩৫ জনের।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৫ জন। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৫, ঢাকা বিভাগে ৭৫, বরিশালে ৯৮, চট্টগ্রামে ৭২, খুলনায় ৬৬, রাজশাহীতে ২৭, ময়মনসিংহে ১৮ ও রংপুরে ৭।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৪৬৯ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৪৮৮ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।

Advertisement
Continue Reading
Advertisement