Connect with us

স্পটলাইট

ভুল চিকিৎসার অভিযোগ নিয়ে এফডিএসআর এর ওয়েবিনার অনুষ্ঠিত

Published

on

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিজ (এফডিএসআর) এর পক্ষ থেকে রোববার (৩১ মার্চ) রাত দশটায় ‘ভুল চিকিৎসার অভিযোগ, চিকিৎসক হয়রানি এবং আমাদের করণীয়’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়।

ওয়েবিনারে বক্তারা বলেন, চিকিৎসাজনিত ভুল অস্বাভাবিক নয়। এরজন্য রোগীকে ক্ষতিপূরণসহ চিকিৎসকের লাইসেন্স বাতিলের বিধান আছে। আমরা মনে করি রোগী ও চিকিৎসক উভয়ের স্বার্থে এই অভিযোগগুলোর বিহিত হওয়া জরুরি। তাই বলে একে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে চিকিৎসককে গ্রেপ্তার ও জামিন প্রদান না করা সঠিক হতে পারে না। এসময় বক্তারা ভুল চিকিৎসার অভিযোগ, চিকিৎসক হয়রানি ও করণীয় বিভিন্ন বিষয় আলোচনা করেন।

আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ওজিএসবির প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা,. রওশন আরা বেগম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাকসুদুল আলম, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান ও চিফ ল্যাপেোস্কপিক সার্জন অধ্যাপক ডা. সরদার এ নাঈম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, এফডিএসআর এর মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন।

ওয়েবিনারে সভাপতিত্ব করেন এফডিএসআর এর চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন। সঞ্চালনা করেন এফডিএসআর এর উপদেষ্টা ডা. আব্দুন নূর তুষার।

Advertisement