Connect with us

নির্বাচিত

দাবি না মানলে কর্মবিরতিতে যাবেন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা

Published

on

ভাতা বৃদ্ধিসহ চারদফা দাবি আদায় না হলে কর্মবিরতিতে যাবেন বলে জানিয়েছেন দেশের পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেয় পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন।

মানববন্ধন শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করেন চিকিৎসকরা। এসময় মন্ত্রী তাদের দাবি বিবেচনার আশ্বাস দেন।

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের দাবির মধ্যে রয়েছে ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার টাকা, ইন্টার্ন চিকিৎসকদের ৩০ হাজার টাকা করা। এছাড়া এফসিপিএস, রেসিডেন্ট ও ননরেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধের দাবিও করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন ১২টি প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট এবং ননরেসিডেন্ট চিকিৎসকদের ভাতা আবার চালু করা এবং চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও তা বাস্তবায়ন করা।

মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, “গত নয়মাস ধরে ট্রেইনি ডাক্তাররা ভাতা থেকে বঞ্চিত। প্রাইভেট ইনস্টিটিউটের রেসিডেন্ট এবং ডিপ্লোমা ট্রেইনিদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

“অথচ আমাদের ভাতা আরেক দফা বাড়ানোর কথা ছিল জানুয়ারি মাস থেকে, কিন্তু আমাদের শুধু আশ্বাসের উপরেই রাখা হচ্ছে।”

এ অবস্থায় পরিবারের ভরণপোষণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, “চার দফা দাবি মেনে না নিলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।”

ডা. জাবির হোসেন বলেন, “স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন, আর তিনি ২৪ ঘণ্টা সময় নিয়েছেন।”

বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন জানিয়ে এই চিকিৎসক আরও বলেন, “আমরা এর আগেও দাবি জানিয়েছিলাম স্যারদের কাছে, কিন্তু এখন তাদের উপর আস্থা রাখতে পারছি না।”

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “রবিবার একটি মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। কাল দুপুর ১টার দিকে আমাদেরকে সিদ্ধান্ত জানানো হবে। আমাদের দাবি না মানলে হাসপাতালে দায়িত্ব পালন করা আর পক্ষে সম্ভব হবে না। আমরা কর্মবিরতিতে যাব।”

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন1 month ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি1 month ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন1 month ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement