স্বাস্থ্য সংবাদ
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর ‘ডায়াবেটিস ও সুস্থ জীবন’

বিশ্বব্যাপী ডায়াবেটিসের বিস্তৃতি যেমন ঘটছে, তেমনি এ সম্পর্কে সতর্কতামূলক প্রচার-প্রচারণাও জোরদার হয়ে উঠছে। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশেও এ রোগের বিস্তার ঘটছে অন্য সব রোগের সঙ্গে পাল্লা দিয়ে। তাই জনজীবনে এ সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। ফলে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শুভাগত চৌধুরীর এ বই ডায়াবেটিস সম্পর্কে যেমন আমাদের সচেতন করবে, তেমনি নির্দেশ করবে এর প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কেও। ডায়াবেটিস-সংক্রান্ত এ বই হোক আমাদের আবশ্যিক সহচর। ডায়াবেটিস ও সুস্থ জীবন শীর্ষক ১১৯ পৃষ্ঠার বইটিতে রোগটি ও এর সমাধান নিয়ে বিস্তারিত উঠে এসেছে। পকেট সাইজ বইটির শেষ অধ্যায়ে আছে করনাকালে করণীয় নিয়েও কিছু কথা। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বইটির মূল্য ২০০.০০ টাকা।
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শুভাগত চৌধুরীর এ বই ডায়াবেটিস সম্পর্কে যেমন আমাদের সচেতন করবে, তেমনি নির্দেশ করবে এর প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কেও।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাস্থ্যাচার্য হিসেবে অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী উপমহাদেশ জুড়ে সম্মানিত। সাহিত্যামোদীরা বলেন, দেরীতে হলেও বাংলা একাডেমি তাঁকে সম্মানিত করে দৃশ্যত নিজেরাই সম্মানিত হয়েছে। বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত লেখাকে অধ্যাপক ডা শুভাগত চৌধুরী সাহিত্যের সম্পদের পর্যায়ে নিয়ে গেছেন। বাংলাদেশে তিনি এক্ষেত্রে পথিকৃৎ।
শুভাগত চৌধুরী (জন্ম ১৯৪৭) একজন বাংলাদেশি চিকিৎসক এবং লেখক। বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞান শাখায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।
ডায়াবেটিস ও সুস্থ জীবন
লেখক: অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
প্রকাশনী: প্রথমা প্রকাশন
সংস্করণ: প্রথম সংস্করণ, ২০২১
পৃষ্ঠা সংখ্যা: ১১৯
পেপারব্যাক
মূল্য : ২০০.০০ টাকা