বিদেশী জটিল ভাষায় লেখা চিকিৎসা বিজ্ঞানের বইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য নয়। কখনও কখনও শব্দসমূহের সঠিক অর্থের স্থলে অন্য অর্থ গ্রহণ করতেও দেখা যায়। কিংবা বিভিন্ন অর্থবোধক শব্দসমূহকে মিশিয়ে ফেলা হয়। ফলে না বুঝে শিক্ষার্থীদের তখন অনেক বিষয় মুখস্থ করতে হয়। ফলে ইহাদের সঠিক তাৎপর্য উপলব্ধি করা সহজ হয় না।
দীর্ঘ দিনের চিকিৎসা শিক্ষকতার অভিজ্ঞতায় অধ্যাপক ডা. মাহমুদ হাসান শিক্ষার্থীদের প্রকাশ করেছেন “চিকিৎসা শাস্ত্রে মডার্ণ মেডিসিন (১ম খণ্ড)” বইটি। চিত্তাকর্ষক বইটি বাংলা সাহিত্যের একটি মাস্টারপিস বলতে পারেন। চিকিৎসা পেশাজীবী, ছাত্র এবং জ্ঞানের তৃষ্ণা আছে এমন যেকোন ব্যক্তির জন্য যত্ন সহকারে তৈরি করা হয়েছে। এর পৃষ্ঠাগুলির মধ্যে, আপনি জ্ঞানের ভান্ডার আবিষ্কার করবেন, সতর্কতার সাথে রোগের বিস্তারিত বিবরণ, ঔষধ এর প্রয়োগ এবং রোগ ব্যবস্থাপনার কৌশলগুলি।
অধ্যাপক ডা. মাহমুদ হাসানের বাকপটু গদ্য জটিল চিকিৎসা ধারণাকে সহজে বোধগম্য করে উপস্থাপন করেছেন যা, সকল পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তুলবে।
বইটিতে রোগীর এক বা একাধিক লক্ষণের মধ্যে প্রধান লক্ষণটিকে বেঁছে নিয়ে তা যতগুলো রোগ থেকে দেখা দিতে পারে- এমন সকল রোগগুলি একত্রে বর্ণনা করা হয়েছে। ক্লিনিক্যাল পদ্ধতির বইটির একটি বিশিষ্ট দিক যা দিয়ে নির্দিষ্ট রোগটি নির্ণয় করা সহজ হবে। যে সকল ক্ষেত্রে রোগ নির্ণয় করার জন্য রক্ত, মল-মূত্র ইত্যাদি পরীক্ষা করা অপরিহার্য ঐ সকল ক্ষেত্রে ইহাদের বিস্তারিত বিবরণ ও ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রতিটি রোগের জন্য অদ্যাবধি আবিষ্কৃত ঔষধপত্র সমন্বিত বিস্তারিত চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। তিন খন্ডের এই পুস্তক সমূহে ব্যবহৃত ঔষধগুলি এক স্থানে শ্রেণীবদ্ধ করে ইহাদের প্রয়োগক্ষেত্র সমূহের বর্ণনা, কি ঔষধ কোন মাত্রায় কিভাবে ব্যাবহার করবেন তার বর্ণনাও দেওয়া হয়েছে। পাঠককে জানতে হবে কোন ব্যাধিতে কোথায় গেলে কি সাহায্য পাওয়া যাবে, চিকিৎসা শাস্ত্রে মডার্ণ মেডিসিন-এর তিন খন্ড বইয়ে এ সম্বন্ধে কিছু তথ্য সন্নিবেশিত হয়েছে।
আশা করা যায়, চিকিৎসা শাস্ত্রে মডার্ন মেডিসিন-এর ৩ খন্ড বই পাঠ শেষে মেডিকেল কলেজের ছাত্রছাত্রী, জেনারেল ফিজিশিয়ান এবং উপজেলা ও ইউনিয়ন সাব-সেন্টার পর্যায়ে তথা গ্রামে গ্রামে ডিপ্লোমাধারী পল্লী চিকিৎসকরা খুব সহজেই রোগীর অভিযোগ ও লক্ষণ পর্যবেক্ষণ করার পর রোগী পরীক্ষা করে সম্ভাব্য রোগটি কি তা স্পষ্ট বুঝতে সমর্থ হবেন এবং চিকিৎসা ব্যাবস্থাপনা করতে সক্ষম হবেন।
বইটির পরিবেশক ঢাকার বাংলাবাজারের ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা স্টুডেন্ট ওয়েজ। রকমারি ডট কম, প্রথমা ডট কম এবং পিবিএস অনলাইন থেকেও বর্তমানে ২২-২৫% ডিস্কাউন্টে কিনতে পারবেন।