Connect with us

স্বাস্থ্য সংবাদ

করোনা রোগীর সেবায় অধ্যাপক ডা. নজরুলের বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ওষুধ

Published

on

বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছেই। এমন পরিস্থিতিতে অনেকেই বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এসব মানুষের কথা বিবেচনা করে করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ওষুধ পৌঁছে দিচ্ছেন অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই চিকিৎসক এ পর্যন্ত ১৮৮ জন রোগীকে ওষুধ পৌঁছে দিয়েছেন বলে দাবি করেছেন। একইসঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে প্রায় ২৫০ জন রোগী শুধু চিকিৎসাপত্র নিয়েছেন।

ডা. নজরুল বলেন, ‘কেউ কেউ নিজেরাই ওষুধ নিতে চাননি। আর ঢাকার বাইরের রোগীদেরকেও ওষুধ পৌঁছাতে পারিনি। তাদেরকেও শুধু চিকিৎসাপত্র দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই সময়ে যে যার অবস্থান থেকে মানুষের জন্য কাজ করছে। আমাদের এ কাজের মাধ্যমে অল্প কিছু মানুষও যদি উপকৃত হয় সে চেষ্টা করে যাচ্ছি।’

তার এই উদ্যোগের সঙ্গে রয়েছেন হাসপাতালের অধ্যাপক খাজা সাজেদ আনোয়ার, ডা. আবু সালেহ মো. সালাউদ্দিন চৌধুরী এবং ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের ডা. এ এস এম রাফি।

Advertisement

বিনামূল্যে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ০১৭১২১৫৬৩২৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

Continue Reading
Advertisement