২
বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত বিষয় করোনাভাইরাস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে। দেশে এ পর্যন্ত চার লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ছয় হাজারের বেশি মানুষ। এসেছে শীত। বিশেষজ্ঞরা বলছেন, এ সময়ে প্রত্যেকের উচিত আরো সচেতন ও সতর্ক হওয়া।
এ বিষয়ে স্বাস্থ্য টিভির নিয়মিত আয়োজনে কথা বলেছেন ডা. জুবায়ের আহমেদ। মেডিসিন এলার্জি ও রিউম্যাটোলজি বিশেষজ্ঞ, কনসালটেন্ট ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল। জানিয়েছেন, শীতে করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে আমাদের কী করতে হবে। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন মাহদী আহমেদ চৌধুরী
শিক্ষাথী, পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট।