Home জেনে রাখুন, সুস্থ থাকুনকাপড় কাচার সাবানেই হাত ধোয়া বেশি কার্যকর: আইইডিসিআর

কাপড় কাচার সাবানেই হাত ধোয়া বেশি কার্যকর: আইইডিসিআর

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনা থেকে বাঁচতে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে হাত ধোয়া। কারণ হাত থেকে বিভিন্ন রোগ শরীরে প্রবেশ করে। তাই হাত পরিষ্কার থাকলে এই যে কোনো রোগের ঝুঁকি কমে। তবে এখন প্রশ্ন হলো– হাত ধোয়ার জন্য কী ব্যবহার করবেন সাবান না হ্যান্ডওয়াশ।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেনে কাপড় কাচার সাবান দিয়ে ঠিকমতো হাত ধোয়াকে বেশি কার্যকর বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

শুক্রবার এক তথ্য বিবরণীতে হাত ধোয়ার পদ্ধতি তুলে ধরে তারা। এ ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার ক্ষেত্রে সুগন্ধি সাবানের চেয়ে কাপড় কাচার সাবান বেশি কার্যকর বলে জানানো হয়েছে।

এ বিষয়ে আইইডিসিআর’র পরামর্শগুলো হলো-
* নিয়মিত জীবাণুনাশক বা সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত।
* হাত না ধুয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
* যে কোনো ধরনের সাবান বিশেষ করে কাপড় কাচার সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত কার্যকর।
* কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।
* কেউ চাইলে হ্যান্ড স্যানিটাইজার দিয়েও হাত পরিষ্কার করতে পারেন, তবে সাবান পানিই যথেষ্ট।

You may also like