Connect with us

জেনে রাখুন, সুস্থ থাকুন

চোখের ডার্ক সার্কেল দূর করতে

Published

on

আমাদের মুখের সমস্যা যতো দৃষ্টিকটু হোক না কেন তার চেয়ে দৃষ্টিকটু হয় চোখের ডার্ক সার্কেল। চোখের চারপাশে ডার্ক সার্কেল হতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা, ঘুম কম হলে। কিছু উপায়ে চোখের ডার্ক সার্কেল চিরতরে দূর করুন।

১. শশার টুকরো বহুকাল ধরেই রুপচর্চায় ব্যবহার হয়ে আসছে। চোখের উপর দুই টুকরো শশা ১০-১৫ মিনিট রেখে দিন। এটি নিয়মিত করলে চোখের ডার্ক সার্কেল থেকে মুক্তি পাবেন।

২. টি ব্যাগ ব্যবহার শেষে ফেলে না দিয়ে ১ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে ১০-১৫মিনিট চোখে দিয়ে রাখুন। চোখের ফোলা ভাব এবং ডার্ক সার্কেল দূর হবে।

৩. বরফের টুকরো কাপড়ে পেঁচিয়ে ১০-১৫মিনিট চোখে রাখলেও ডার্ক সার্কেল দূর হয়।

৪. আলু থেতো করে চোখ বন্ধ করে থেতো করা আলু কিছুক্ষণ দিয়ে রাখুন। চোখ হয়ে উঠবে আকর্ষণীয় এবং ডার্ক সার্কেল দূর হবে।

Advertisement

৫. একটি চা চামচ কিছুক্ষণ ফ্রিজে রাখুন। এরপর ফ্রিজ থেকে বের করে চোখে দিয়ে রাখুন কিছুক্ষণ। এতেও চোখের ডার্ক সার্কেল দূর হবে।

Continue Reading
Advertisement