Home বিবিধলিভারের চিকিৎসায় স্টেম সেল পদ্ধতি

লিভারের চিকিৎসায় স্টেম সেল পদ্ধতি

অধ্যাপক ও বিজ্ঞানী ডা. মামুন-আল-মাহতাব (স্বপ্নীল) একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও উদ্ধাবক। তিনি এমবিবিএস, এমএসসি (গ্যাস্ট্রোএন্টারলজি, লন্ডন), এমডি (হেপাটোলজি), এফএসিজি (ইউএসএ), ফেলো, হেপাটোলজি (জাপান) ডিগ্রী অর্জন করেন। তিনি হেপাটাইটিস বি’ রোগের চিকিৎসায় ন্যাসভ্যাক নামে সম্পূর্ণ নতুন এক ওষুধ আবিষ্কারের মাধ্যমে ‘হেপাটাইটিস বি’ চিকিৎসায় বিস্ময়কর সাফল্য অর্জন করেছেন।

হেপাটাইটিস বি এর কার্যকর ঔষধ “ন্যাসভ্যাক” আবিষ্কার করেছেন এই বাংলাদেশী চিকিৎসক।। তিনি ১৯৯৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করেন। এরপর তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে গ্যাস্ট্রোএন্টারোলজিতে এমএসসি পাশ করেন। ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে “হেপাটোলজি”তে এমডি ডিগ্রী অর্জন করেন।।

তিনি বর্তমানে বিএসএমএমইউ এর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির মহাসচিব। স্বাস্থ্য ডটটিভির সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে কিডনি চিকিৎসার নতুন মাত্র স্টেম সেল পদ্ধতি নিয়ে কথা বলেছেন-

You may also like