বর্তমানে বিশ্বের প্রায় ৫৪ কোটি মানুষ ভুগছে মারাত্মক রোগ লোয়ার ব্যাক পেইনে। ভারতীয় উপমহাদশের পঙ্গুত্বের ৪র্থ কারণ হল এই লোয়ার ব্যাক পেইন। নারীদের মধ্যে ব্যাক পেইনের প্রবণতা অনেক বেশি। লোয়ার ব্যাক পেইন বা কোমর ব্যথার কারণ, প্রতিকার এবং করণীয় নিয়ে ইমপালস হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আলোচনা করেছেন দেশ বরেণ্য অর্থোপেডিকস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. পারভীজ শাহিদী। অধ্যাপক ডা. পারভীজ শাহিদী ইমপালস হাসপাতালে অর্থোপেডিকস বিভাগের সিনিয়র কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।