Home স্বাস্থ্য সংবাদ২৪ ঘণ্টা রক্তের জন্য প্রস্তুত “জীবনের জন্য রক্ত”

২৪ ঘণ্টা রক্তের জন্য প্রস্তুত “জীবনের জন্য রক্ত”

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

রাজধানী ঢাকাসহ গোটা দেশের মানুষ ভুগছে ডেঙ্গু আতঙ্কে। প্রতিদিন অনেক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। প্লাটিলেট কমে যাওয়ায় রক্তের প্রয়োজন পড়ছে রোগীদের। রক্ত যোগান দেয়ার ক্ষেত্রে কিংবা রোগীর সঙ্গে রক্তদাতার যোগাযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠনগুলোও এই সময় খুবই সক্রিয় ভূমিকা পালন করছে।

তেমনই একটি সংগঠন ‘জীবনের জন্য রক্ত’। ২৪ ঘণ্টা রোগীকে রক্ত দেয়া কিংবা যোগাড় করে দেয়ার জন্য প্রস্তুত থাকেন তারা।

এই সংগঠনের অন্যতম সংগঠক আসিফ ইসলাম আবির বলেন, ‘আমাদের নিকট ডাটাবেইজ রয়েছে। রক্তের প্রয়োজনে ফোন এলেই তা দ্রুত যোগাড় করে দেয়ার চেষ্টা করছি। এজন্য আমাদের সংগঠনের সদস্যরা ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।’

রক্ত প্রয়োজন হলে, ফোন করতে হবে-
০১৬৭৪০৩৯০২৭
০১৭৫১৩৮৯৯৭৮
০১৯৪৬৪৬২০২৪

You may also like