Connect with us

স্বাস্থ্য সংবাদ

ত্বকের ময়েশ্চারাইজিং

ত্বকের জাদুকাঠি ময়েশ্চারাইজার। পুরুষের রুক্ষ ত্বককে স্বাভাবিক করতে প্রয়োজনীয় উপাদান ময়েশ্চারাইজার। ক্লিনিং, সেভিংয়ের পরের ধাপটি হলো ময়েশ্চারাইজিং। ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। ঘরোয়া অনেক উপকরণ দিয়ে ময়েশ্চারাইজিং করা যায়। শুষ্ক ত্বকহত্বক ভালো করে পরিষ্কার করে প্রতিদিন বিকেলে অলিভ অয়েল বা ভিটামিন-ই সমৃদ্ধ তেল লাগাতে পারেন।হঅলিভ অয়েল, লেবুর রস, ডিম ভালো করে […]

Published

on

ত্বকের জাদুকাঠি ময়েশ্চারাইজার। পুরুষের রুক্ষ ত্বককে স্বাভাবিক করতে প্রয়োজনীয় উপাদান ময়েশ্চারাইজার। ক্লিনিং, সেভিংয়ের পরের ধাপটি হলো ময়েশ্চারাইজিং। ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। ঘরোয়া অনেক উপকরণ দিয়ে ময়েশ্চারাইজিং করা যায়।

শুষ্ক ত্বক
হত্বক ভালো করে পরিষ্কার করে প্রতিদিন বিকেলে অলিভ অয়েল বা ভিটামিন-ই সমৃদ্ধ তেল লাগাতে পারেন।
হঅলিভ অয়েল, লেবুর রস, ডিম ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ঈষদুষ্ণ পানিতে মুখ ধুয়ে ফেলুন।
হভিটামিন ও ফ্যাটসমৃদ্ধ নারিকেল তেল ত্বক নরম ও মসৃণ রাখে। নারিকেল তেলের সঙ্গে কোকোয়া বাটার মিশিয়ে লাগান। এই ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

তৈলাক্ত ত্বক
হতৈলাক্ত ত্বকের জন্যে টমেটোর রস ভালো ময়েশ্চারাইজার। মুখে টমেটোর রস কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। তৈলাক্তভাব কমবে।
হগোলাপ জলের সঙ্গে সামান্য চন্দনগুঁড়া মিশিয়ে বোতলে ভরে রাখুন। গোসলের পরে লাগান।
হপাকা পেঁপে ম্যাশ করে মুখে লাগান। কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।

স্বাভাবিক ত্বক
হ৫-৬ ফোঁটা আমন্ড অয়েল, পানি ভালো করে মিশিয়ে ম্যাসাজ করুন।
হম্যাসাজ ক্রিম ও অরেঞ্জ জুস মিশিয়ে গোসলের আগে ত্বকে লাগান। ত্বক মসৃণ ও নরম হবে।
হভিনেগার, তেল, মধু মিশিয়ে গোসলের পর ম্যাসাজ করুন।
হতরমুজের ফালির ওপর লেবুর রস দিয়ে ফ্রিজে ২০ মিনিট রেখে ছোট ছোট পিস করে ত্বকে ঘষুন। ত্বক সতেজ হবে এবং বলিরেখা পড়বে না।

শাকিল আহমেদ
রূপবিশেষজ্ঞ, মেনজ লুক

Advertisement
Continue Reading
Advertisement