Connect with us

মানসিক স্বাস্থ্য

ইউএস-বাংলা মেডিকেল কলেজে আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

Published

on

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ইউএস-বাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। গত ১০ সেপ্টেম্বর ছিল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের অধ্যক্ষ ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা মোকাবিলায় নানা কৌশলের পরামর্শ দেন। একই সঙ্গে হতাশ না হয়ে সাহস নিয়ে সমস্যার সমাধান করতে, সহপাঠী, শিক্ষক ও পরিবারের সহায়তা নিতে এবং মানসিক স্বাস্থ্যসেবার কুসংস্কার দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, আত্মহত্যার প্রধান কারণ মনোরোগ, তাই মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণই আত্মহত্যা প্রতিরোধের অন্যতম উপায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ডা. মাহবুব ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডা. এনায়েত করিম, হাসপাতালের পরিচালক মেজর ডা. এ কে এম মাহবুবুল হক (অব.), মেডিসিন বিভাগের অধ্যাপক স্বপ্না ভট্টাচার্য ও সার্জারি বিভাগের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মতিন। সভায় সভাপতিত্ব করেন সিএমই–এর চেয়ারম্যান অধ্যাপক ডা. রওশন আরা খানম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রুবিনা হোসেন। পরে শিক্ষক–শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন।

Advertisement
Continue Reading
Advertisement