স্বাস্থ্য সংবাদ
মেডিহেল্প ফার্টিলিটির দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজধানীর গ্রীন রোডে অবস্থিত ধানমন্ডি ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১০ মহরম,পবিত্র আশুরা উপলক্ষ্যে রোববার (৬ জুলাই) ধানমন্ডি ক্লিনিক (প্রা.) লি. এবং মেডিহেল্প ফার্টিলিটি সেন্টারের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকালে ধানমন্ডি ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ধানমন্ডি ক্লিনিক (প্রা.) লি. এর চেয়ারম্যান মো লুৎফুল আজম (রানা)।
বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় রোগীদের বিনামূল্যে বিভিন্ন পরীক্ষার পাশাপাশি স্বল্পমূল্যে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম করা হয়। অনুষ্ঠানে কয়েকশ মানুষ ব্ল্যাড গ্রুপিংয়ের সুবিধাসহ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ধানমন্ডি ক্লিনিক (প্রা.) লি. এর ব্যব
স্থাপনা পরিচালক মো. লুৎফুল আজম (রানা) বলেন, আমারা সমাজের জন্য কিছু করতে চাই। এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ। আমরা সবার জন্য গুণগত মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছি।
বন্ধ্যাত্ব ও গাইনি বিশেষজ্ঞ ডা. হাসনা হোসেন আখী বলেন, যেসব রোগে আক্রান্ত রোগীদের জন্য এই পরামর্শ জরুরি ও প্রয়োজনীয় আমরা সেই ধরনের রোগ নিয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি উন্নত মানের সেবা প্রদানে সব সময় অঙ্গীকারবদ্ধ।
এসময় আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি ক্লিনিক (প্রা.) লি. এর চেয়ারম্যান রুমানা পারভীন, পরিচালক এসএম সোলাইমান, সিইও ফকরুল ইাসলাম হামীম, এইচআর প্রধান রেজওয়ানা শেখ শান্তা, মেডিহেল্প ফার্টিলিটি সেন্টারের সিইও মো. আবদুল্লাহ আহমেদ প্রমূখ।