Connect with us

স্বাস্থ্য সংবাদ

ত্বক ও চুলের চিকিৎসা সেবা প্রতিষ্ঠান স্কিনোলজিকের ৪বছর পূর্তি

Published

on

ত্বক ও চুলের চিকিৎসা সেবাদাতা প্রতিষ্ঠান স্কিনোলজিক লেজার ও এস্থেটিক সেন্টার ৪ বছর পূর্তি করলো। সাধারণত স্কিন ও হেয়ার ট্রিটমেন্ট এর কথা ভাবলেই মনে হয় অনেক খরচ। বিশেষ করে লেজার চিকিৎসা অনেক ব্যয়বহুল হয় এটাই সবার ধারনা। সেই ধারনা পাল্টে দিতেই গত ৫বছর নিরলসভাবে কাজ করছে ত্বক ও চুলের চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্কিনোলজিক লেজার ও এস্থেটিক সেন্টার।

২০২০ সালে শুরু, ছোট পরিসরে রাজধানীর খিলগাও-এ যাত্রা শুরু করে বর্তমানে দুই হাজার স্কয়ার ফিটের এই চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটিতে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৩ জন কাজ করছেন। ত্বক ও চুলের চিকিৎসার পাশাপাশি ওয়েটলস জোন, হরমনাল চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে।এখন অলিতে গলিতে অনেক লেজার সেন্টারই আছে যেখানে নাম মাত্র দামে চিকিৎসা দেয়া হচ্ছে কিন্তু মান সম্মত হচ্ছ না। স্কিনলজিক সল্প খরচে বেস্ট চিকিৎসা দিয়ে আসছে গত ৪ বছর ধরে।

এ প্রসঙ্গে স্কিনোলজিকের কর্ণধার ডা. সৈয়দা সামিনা মাহ্জাবিন জানান, ছোট দুটো রুম আর একজন স্টাফ নিয়ে শুরু হয়েছিল স্কিনলজিকের যাত্রা। শুরু থেকেই আধুনিক চিকিৎসা পদ্ধতি আর সেবা প্রদান করার পাশাপাশি খরচ যথাসাধ্য কম রাখার চেষ্টা করেছি। আমাদের এখানে অভিজ্ঞ চিকিৎসকদের খুব যত্নসহকারে খুব কম খরচে চুল ও ত্বকের সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকি।

ডা. মাহ্জাবিন আরও বলেন, স্কিনোলজিক শুরু থেকেই খরচ সাধারন মধ্যবিত্তের নাগালে রাখার চেষ্টা করেছে। অপরদিকে নিত্য নতুন ট্রিটমেন্ট সংযোজন করা হয়েছে। এছাড়া অনলাইনেও সেবা প্রদান করে থাকে স্কিনলজিক।

ডা. মাহ্জাবিন আরও বলেন, অভিজ্ঞ ডার্মালোজিস্ট ছাড়া ত্বকের যেকোনো চিকিৎসা নেয়া ঝুঁকিপূর্ণ। একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট সঠিক চিকিৎসা দেয়ার পাশাপাশি স্কিনের জন্য উপযুক্ত পরামর্শ দিতে পারে।

Advertisement

মধ্যবিত্তের নাগালে ত্বক ও চুলের চিকিৎসা পৌছে দিতে আপনাদের সাথে রয়েছে Skinologic Laser & Aesthetic Center প্রতিষ্ঠানটি সব সময়।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি2 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement