Connect with us

স্বাস্থ্য সংবাদ

ইউনাইটেড হেলথকেয়ারে ‘বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস’ উদযাপন

Published

on

নানা কার্যক্রমের মাধ্যমে দিনব্যাপী বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস উদযাপন করেছে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড ও এর সহ-প্রতিষ্ঠান জামালপুরের এম এ রশিদ হসপিটাল ও ধানমন্ডির মেডিক্স।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এবং জামালপুরের এম এ রশিদ হসপিটাল তাদের নিজ নিজ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ ও মেডিকেল প্রফেশনালদের নিয়ে একটি র‌্যালি বের করে। অ্যানেস্থেসিয়ার গুরুত্ব বোঝাতে ও জনসচেতনতা বৃদ্ধির জন্য পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ক ভীতি দূর করার লক্ষ্যে ডাক্তাররা নিজ নিজ এলাকার গণমানুষের সঙ্গে কথাও বলেন। এতে অ্যানেস্থেসিয়া সম্পর্কিত ভুল ধারণাগুলো দূর হবে এবং সঠিক তথ্যটি সবার জানা থাকবে বলে তারা মনে করেন।

এছাড়াও ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড একটি বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এই আলোচনা অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ারের অ্যানেস্থেসিওলজি বিভাগের সহযোগী কনসালটেন্ট ডা. আশফাক বার চৌধুরী অ্যানেস্থেসিয়ার ইতিহাস, ব্যবহারের ব্যাপকতা ও এবারের বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবসের মূল প্রতিপাদ্য ‘ওয়ার্কফোর্স ওয়েলবিয়িং’ নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, ‘আমাদের লক্ষ্য হলো, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্য সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকা।’ এই অনুষ্ঠানে অনলাইনে জামালপুরের এম এ রশিদ হসপিটাল ও ধানমন্ডির মেডিক্স থেকে অ্যানেস্থেসিয়া বিভাগসহ অন্যান্য বিভাগের ডাক্তার ও মেডিকেল প্রফেশনালরা যোগদান করেন।

অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মেজর জেনারেল আবু নাসের মো. ইলিয়াস (অব.), অ্যাসোসিয়েট ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস ডা. আজমল কাদের চৌধুরী, বিভিন্ন বিভাগের প্রধান, বিশেষজ্ঞ ডাক্তারগণ ও মেডিকেল প্রফেশনালদের পাশাপাশি ইউনাইটেড মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল ওয়াকিল উপস্থিত ছিলেন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি2 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement