Connect with us

নির্বাচিত

দেশে সরকারিভাবে প্রথম জরায়ু ক্যানসার প্রতিরোধে প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র

Published

on

বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে অবস্টেট্রিক আইসিইউ ও জরায়ু ক্যানসার প্রতিরোধের জন্য মডেল প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র নির্মিত হতে যাচ্ছে। ঢামেক হাসপাতালে এই প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

ঢামেক হাসপাতালে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মহাপরিচালক বলেন, ‘পর্যায়েক্রমে অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালেও এগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও যোগ করেন, ‘ঢাকা মেডিক্যালের প্রতি জনগণের বিশ্বাস অনেক, তাই এই মেডিক্যালের ভালো কাজগুলোকে অন্যদের কাছে তুলে ধরতে হবে।’

জানানো হয়েছে, হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় গাইনি বিভাগে হবে অবস্টেট্রিক আইসিইউ ও এইচডিইউ। বর্হির্বিভাগে হবে সারভাইক্যাল ক্যানসার ট্রেনিং ও রিসার্চ সেন্টার।

Advertisement

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী, ঢামেক শিক্ষক সমিতির সভাপতি নাক কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক, গাইনি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাজমা হক, একই বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা রহমান, ঢামেকের সহকারী পরিচালক আশরাফুল আলম, ডেন্টাল ও ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আবু মোহাম্মদ সাহেদসহ হাসপাতালের কর্মকর্তা ও অন্যান্য চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল থেকে ডেন্টাল বিভাগটি মিরপুরে ডেন্টাল মেডিক্যাল কলেজে চলে যাওয়ার পর থেকে ছোট্ট পরিসরে থাকা এ বিভাগটি প্রায় থুবড়ে পড়ে। বর্তমানে এ বিভাটিকে নতুন করে আধুনিকভাবে সাজানো হয়েছে। এখন থেকে ডেন্টাল বিভাগের রোগীরা চিকিৎসা নিতে পারবেন বলে মনে করেন, হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক। হাসপাতালের সেবার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় লোকবল এবং পুরনো ভবনের সংস্কারের জন্য বাড়তি বরাদ্দের কথাও বলেন তিনি।

ঢাকা মেডিক্যালের সহকারি পরিচালক ডাক্তার মো. আশরাফুল আলম বলেন, ‘এসডিজি লক্ষ্য অর্জনে মাতৃমৃত্যু কমানোর উদ্দেশ্যে অবস্টেট্রিক আইসিইউ এর অপরিহার্যতা অনুধাবন করে ঢাকা মেডিক্যালের গাইনি বিভাগে আইসিইউ এবং এইচডিইউ নির্মাণ হলে প্রসবজনিত জটিলতা থেকে অনেক প্রসূতি মাকে সঠিক স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে এবং মাতৃমৃত্যু নিশ্চিত ভাবেই কমে আসবে। ঢাকা মেডিক্যাল দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবার ভরসার জায়গা। বর্তমান স্বাস্থ্যবান্ধব সরকারের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। একইসঙ্গে জরায়ু ক্যানসার প্রতিরোধের জন্য ঢাকা মেডিক্যালে একটি আধুনিক প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র স্থাপনের ফলে দেশব্যাপী জরায়ু ক্যানসার চিকিৎসা সহজ হবে।’

Continue Reading
Advertisement